ENGLISH LEARNING WITH SUMAN SIR

Header Ads Widget

Ads

বরিশাল বোর্ড ২০২৪ বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র

 বরিশাল বোর্ড ২০২৪

বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র  

সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর : ১০

(ক) বইমেলা;

(খ) স্বাধীনতা দিবস।

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০

(ক) মনে কর, তুমি তামিম। খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারোনি। ছুটি মঞ্জুরের জন্য তোমার প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদনপত্র লেখ।

অথবা, (খ) মনে কর, তুমি মাগুরা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একখানা মানপত্র রচনা কর।

৩। (ক) সারাংশ লেখ : ১০

অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়া মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।

অথবা, (খ) সারমর্ম লেখ :

বসুমতী, কেন তুমি এতই কৃপণা,

কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।

দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস

কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?

বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?

শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,

আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,

তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর : ১০

(ক) বই কিনে কেউ দেউলিয়া হয় না।

(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে

তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০

(ক) মনে কর, তুমি তিথি/তিতাস। তুমি ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।

অথবা, (খ) মনে কর, তুমি মাইসা/মাহিম। তুমি ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার খুলনা প্রতিনিধি। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা কর।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ২০

(ক) কৃষিকাজে বিজ্ঞান;

(খ) বাংলাদেশের পর্যটন শিল্প;

(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার।


ads