ময়মনসিংহ বোর্ড ২০২৪
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর : ১০
(ক) বইমেলা;
(খ) মোবাইল ফোন।
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০
(ক) মনে কর, তুমি ইফতি। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধু রাহাতকে একটি পত্র লেখ।
অথবা, (খ) মনে কর, তুমি মাছুম। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
৩। (ক) সারাংশ লেখ : ১০
তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাক, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো দুলালী ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।
অথবা, (খ) সারমর্ম লেখ :
বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর : ১০
(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
(খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০
(ক) মনে কর, তুমি অরুণ। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠানে উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।
অথবা, (খ) মনে কর, তুমি ধ্রুব। ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার একজন নিজস্ব সংবাদদাতা হিসেবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন তৈরি কর।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ২০
(ক) ভাষা আন্দোলন;
(খ) মাদকাসক্তি ও এর প্রতিকার;
(গ) কৃষিকাজে বিজ্ঞান।