ঢাকা বোর্ড ২০২৪
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০
১। যেকোনো একটি বিষয়ে অনু”েছদ রচনা কর : ১০
(ক) বইমেলা;
(খ) জাতীয় পতাকা।
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০
(ক) মনে কর, তুমি সাদি/সাদিয়া। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখ।
অথবা, (খ) মনে কর, তুমি নিখিল/নীলিমা। এসএসসি পরীক্ষার প্র¯‘তির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লেখ।
৩। (ক) সারাংশ লেখ : ১০
অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই ¯’াণু-¯’বির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।
অথবা, (খ) সারমর্ম লেখ :
বসুমতী, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর : ১০
(ক) গ্রš’গত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
(খ) বই কিনে কেউ দেউলিয়া হয় না।
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০
(ক) মনে কর, তুমি আবিদ/আবিদা। পটুয়াখালী সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা কর।
অথবা, (খ) মনে কর, তুমি সুজন/শাহিনা। জাতীয় দৈনিক পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি। সবুজ সৈকত বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ২০
(ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ;
(খ) কৃষি উদ্যোক্তা;
(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার।