ENGLISH LEARNING WITH SUMAN SIR

Header Ads Widget

Ads

রাজশাহী বোর্ড ২০২৪ বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র

                                                          রাজশাহী বোর্ড ২০২৪

                                                    বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র  

সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর : ১০

(ক) বইমেলা;

(খ) স্বাধীনতা দিবস।

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০

(ক) মনে কর, তুমি জিতু/জিম। তোমার বন্ধু রফিককে নিয়মিত পাঠাগারে বই পড়ার উপকারিতা বর্ণনা করে একটি পত্র লেখ।

অথবা, (খ) মনে কর, তুমি তুহিন। মহাসড়কের পাশে তোমার বাড়ি। সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখ।

৩। (ক) সারাংশ লেখ : ১০

অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর, সপ্তাহে অন্তত এক দিন তুমি মিথ্যা বলবে না। ছয়মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস কর। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা কর, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা কথা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে, তখন ইচ্ছে করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না। তাহলে সব প- হবে।

অথবা, (খ) সারমর্ম লেখ :

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;

জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে

চলে যেতে হবে আমাদের।

চলে যাবতবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,

এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমিÍ

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর : ১০

(ক) প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।

(খ) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০

(ক) মনে কর, তুমি কবিতা/কবির। তুমি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্থানীয় প্রতিনিধি। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দৈনিক পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।

অথবা, (খ) মনে কর, তুমি শাকিল/শাকিলা। তুমি উত্তর পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘নবীন বরণ’ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন তৈরি কর।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ২০

(ক) সময়ানুবর্তিতা;

(খ) কৃষিকাজে বিজ্ঞান;

(গ) মাদকাসক্তি ও এর প্রতিকার।


ads