চট্টগ্রাম বোর্ড ২০২৪
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : ১০
(ক) বৈশাখী মেলা;
(খ) স্বাধীনতা দিবস।
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০
(ক) মনে করো, তোমার নাম মারিয়া। তুমি শেরপুরে থাকো। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।
অথবা, (খ) মনে কর, তুমি প্রত্যয়। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো।
৩। (ক) সারাংশ লেখো : ১০
তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফুটে, দক্ষিণা বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাক, বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো দুলালী ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।
অথবা, (খ) সারমর্ম লেখো :
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো : ১০
(ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
(খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : ১০
(ক) মনে কর, তুমি মিতু। তোমার বিদ্যালয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন উপলক্ষে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
অথবা, (খ) মনে কর, তোমার নাম রাকিব। ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ২০
(ক) সময়ানুবর্তিতা;
(খ) কৃষিকাজে বিজ্ঞান;
(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ।