কুমিল্লা বোর্ড ২০২৪
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : ১০
(ক) বইমেলা;
(খ) জাতীয় পতাকা।
২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০
(ক) মনে করো, তুমি স্বাগত/সিঁথি, শেরপুর জেলার বাসিন্দা। ‘সড়ক দুর্ঘটনা’ প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লেখ।
অথবা, (খ) মনে করো, তুমি সুমাইয়া/সালমান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ হিসেবে নিয়োগ পেতে চাও। এ নিয়োগ প্রাপ্তির জন্য একখানা আবেদনপত্র লেখ।
৩। (ক) সারাংশ লেখ : ১০
মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জš§গ্রহণ করেছেন, তাঁদের গৌরব মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয় চরিত্রবান মানে এই।
অথবা, (খ) সারমর্ম লেখ :
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর : ১০
(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
(খ) ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়;
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০
(ক) মনে করো, তুমি অরণ্য/সাদিকা, আনন্দ আলো উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
অথবা, (খ) মনে করো, তুমি রাশিক/অনন্যা, একটি জাতীয় দৈনিক পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি। তোমার জেলার নতুন কুঁড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদ্যাপন সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ২০
(ক) কৃষি উদ্যোক্তা;
(খ) বাংলাদেশের উৎসব;
(গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ।