ENGLISH LEARNING WITH SUMAN SIR

Header Ads Widget

Ads

যশোর বোর্ড ২০২৪ বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র

                                                      যশোর বোর্ড ২০২৪

                                        বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র  

সময়২ ঘণ্টা ৩০ মিনিট রচনামূলক প্রশ্ন পূর্ণমান৭০

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর : ১০

(ক) কম্পিউটার;

(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ : ১০

(ক) মনে কর, তুমি পলাশ। সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখ।

অথবা, (খ) মনে কর, তুমি রিয়াদ। তুমি অনন্তপুর গ্রামে বাস কর। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র লেখ।

৩। (ক) সারাংশ লেখ : ১০

মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না দুর্বল, অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।

অথবা, (খ) সারমর্ম লেখ :

শৈশবে সদুপদেশ যাহার না রোচে,

জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।

চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,

কবে সে হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?

সময় ছাড়িয়া দিয়া করে প-শ্রম,

ফল চাহে, সেও অতি নির্বোধ, অধম।

খেয়া-তরী চ’লে গেলে বসে এসে তীরে,

কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর : ১০

(ক) বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।

(খ) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,

নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর : ১০

(ক) মনে কর, তুমি আফিফ। একটি দৈনিক পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকায় বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি কর।

অথবা, (খ) মনে কর, তুমি সুমন। তুমি একটি দৈনিক পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি। তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন তৈরি কর।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর : ২০

(ক) কৃষিকাজে বিজ্ঞান;

(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ;

(গ) সময়ানুবর্তিতা।


ads